আজকাল ওয়েবডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যেই ভারতের জন্য সুখবর। ভ্লাদিমির পুতিনের রাশিয়া সরকার ভারতকে R-37M ক্ষেপণাস্ত্র দিতে চায় বলে জানা গিয়েছে। এর নেপথ্যে মূল উদ্দেশ্য হল সুখোই এসইউ-৩০এমকেআই (SU-30MKI) যুদ্ধবিমানের বহরকে এই ক্ষেপণাস্ত্র দিয়ে সাজিয়ে তোলা। R-37M আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি হাইপারসনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।

আর-৩৭এম (R-37M)-এর পাল্লা ৩০০ থেকে ৪০০ কিলোমিটার। ন্যাটো অনুযায়ী এটি AA-13 Axehead নামে পরিচিত। R-37M-এর গতি মাক ৬। যার ফলে এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ (BVR) অর্থাৎ সহজে দৃশ্যমান নয় এমন ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। এর অর্থ ক্ষেপনাস্ত্রগুলি কোনও লক্ষ্যবস্তুকে ট্র্যাক না করেই আকাশেই আঘাত করার ক্ষমতা রাখে।

আর-৩৭এম-এর কিছু বৈশিষ্ট্য-

• রাশিয়ার ভিম্পেল ডিজাইন ব্যুরো এই ক্ষেপনাস্ত্রটি তৈরি করেছে।

• এটি তৈরি করা হয়েছে আকাশপথে শত্রুহানা মোকাবিলার উদ্দেশ্যে 

• এর পাল্লা ৩০০ থেকে ৪০০ কিলোমিটার (১৬০-২২০ নটিক্যাল মাইল)

• এর গতিবেগ ৭৪০০ কিমি প্রতি ঘণ্টা (মাক ৬)

• গতির কারণে এটি দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যার ফলে শত্রুদের পালানো কঠিন হয়ে পড়ে।

• ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় ৫১০ কিলোগ্রাম। এটি একটি অত্যাধুনিক নির্দেশিকা ব্যবস্থা দিয়ে সজ্জিত। যার মধ্যে রয়েছে মিড-কোর্স আপডেট, সক্রিয় রাডার হোমিং এবং টার্মিনাল-ফেজ নেভিগেশন।

• আর-৩৭এম Su-30, Su-35, Su-57, MiG-31BM, এবং MiG-35 সহ বেশ কয়েকটি যুদ্ধবিমানে মোতায়েন করা যেতে পারে। রাশিয়া এটি ভারতের Su-30MKI যুদ্ধবিমানের জন্য অফার করেছে। যেগুলি আপগ্রেড করার পরিকল্পনা করা হয়েছে।